প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার ইফতার
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোহাইল মাহমদ চিশতী। ১ এপ্রিল সোমবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অংশ নেন আইনজীবীসহ অতিথিবৃন্দ।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ নঈমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডঃ শাহজাহান মিয়া, ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডঃ শাহজাহান খান, সদস্য সচিব অ্যাডঃ মামুন হোসেন মিয়াজী, সিনিয়র আইনজীবী অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকি, অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ এ.জেড. এম. রফিকুল হাসান রিপন, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, অ্যাডঃ নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডঃ আঃ হান্নান কাজী, সমাজসেবক ও সংগঠক আব্দুস শুক্কুর মোস্তানসহ আইনজীবীগণ।