প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্টের কমিটি গঠন
চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২বছর মেয়াদী (২০২৪-২৬) ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
গত ২৮ মার্চ মঙ্গলবার চাঁদপুর জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও সেক্রেটারী এম এ মাসুদ ভূঁইয়ার স্বাক্ষরে এ কমিটি ঘোষণা দেয়া হয়।
১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা আছেন তারা হলেন যুব প্রধান নজরুল ইসলাম বাবু, উপ যুব প্রধান-১ তাহমিনা আক্তার, উপ যুব প্রধান-২ নিশাত বসু, বিভাগীয় প্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ) প্রান্ত কর্মকার, বিভাগীয় উপ-প্রধান (প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ) মহিউদ্দিন সবুজ, বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম) তারক নাথ পোদ্দার (নয়ন), বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম) নিশিতা সূত্রধর, বিভাগীয় প্রধান (আইসিটি মিডিয়া ও যোগাযোগ) মোঃ আব্দুর রহিম রাজু, বিভাগীয় উপ-প্রধান (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ) মোঃ রাকিব হাসান, বিভাগীয় প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান) নাহিম হোসেন নিরব, বিভাগীয় উপ-প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান) মাহিন হোসাইন, বিভাগীয় প্রধান (তহবিল সংগ্রহ) নাজমা আক্তার প্রিয়া, বিভাগীয় উপ-প্রধান (তহবিল সংগ্রহ) পারভেজ মোশারফ, বিভাগীয় প্রধান (স্বাস্থ্যসেবা) তামিম হোসেন তিশান ও বিভাগীয় উপ-প্রধান (স্বাস্থ্যসেবা) চৈতি সুত্রধর।