প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবির সভাপতি আনোয়ার হোসেন খান
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়নের কৃতী সন্তান ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে দাতা সদস্য, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন খান। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার ৩১ মার্চ দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কণ্ঠ ভোটের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা কৃষি অফিসার তপন রায়। ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন : সাধারণ অভিভাবক সদস্য সালাহউদ্দিন মিয়া বাবু, সেলিম পাটওয়ারী, দেলোয়ার মিয়া, মোঃ জাকির হোসেন, নারী সদস্য সেলিনা বেগম, শিক্ষক প্রতিনিধি মনির হোসেন, মোঃ সুলতান মাহমুদ রাসেল পাটওয়ারী ও নারী শিক্ষক প্রতিনিধি রোমানা আক্তার।