প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় মতলবের রহমানিয়া দারুল উলুম প্রি-ক্যাডেট মাদ্রাসার সাফল্য
মতলব পৌরসভার টিএন্ডটি এলাকায় অবস্থিত রহমানিয়া দারুল উলুম প্রি-ক্যাডেট মাদ্রাসা বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এ মাদ্রাসা থেকে হেফজ বিভাগে ৫ পারা গ্রুপে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু সাঈদ। ৩০ মার্চ বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী।
মাদ্রাসাটি থেকে নুরানী ২য় শ্রেণি থেকে ৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা সকলেই গোল্ডেন এ+ পেয়েছে। তারা হলো যথাক্রমে মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শামসুদ্দিন, রিফাত হোসেন, মাহমুদুল হাসান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইমরান ও রাকিবুল ইসলাম। হেফজ বিভাগে ৫পারা গ্রুপে ৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু সাঈদ। এ+ পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে ২জন। তারা হলো মোঃ আফসার, মোঃ মোরসালিন, মোঃ আজহারুল, মোঃ গোলাম রাব্বী ও আহমেদ মজুমদার।
মাদ্রাসার মোহতামিম বাগিচাপুরের পীর মাওলানা আনছার আহমেদ জানান, মাদ্রাসার এ ভালো ফলাফলে তিনি মহান আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করেন। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টার জন্য শোকরিয়া আদায় করেন। ভবিষ্যতেও এ ধরনের ভালো ফলাফলের জন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।