প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
এতিম শিশুদের নিয়ে শাহতলী রুশদী পরিবারের ইফতার ও ঈদ উপহার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীস্থ ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শনিবার বিকেলে পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। সভাপতিত্ব করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ বিলাল হোসাইন।
এতিমখানার পরিচালক হাফেজ মাওঃ শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, শাহতলী কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক মাওঃ এমদাদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার সফিক কারী, পূর্ব শাহতলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হানিফ চৌধুরীসহ সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলের পূর্বে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডঃ তাহের হোসেন রুশদীর কবর ও রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করা হয়।
এর আগে বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।