প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০
১৬ এপ্রিল অষ্টমীস্নান ॥ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের স্থান পরিদর্শন
চাঁদপুর শহরের পুরাণবাজার মেঘনা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের এবারের অষ্টমীস্নান ঈদ ও পহেলা বৈশাখের পর ১৬ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। হরিসভা মন্দির কমপ্লেক্সের সামনে মেঘনা নদীতে এবারও হবে এই পুণ্যস্নান।
২৯ মার্চ শুক্রবার দুপুরে অষ্টমীস্নানের স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, পুরোহিত কেদারনাথসহ আরো অনেকে।ু
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, প্রতিবছরের ন্যায় এবারও পুণ্যার্থীদের ঢল নামবে হরিসভা এলাকায় মেঘনা নদীতে। যে জায়গায় স্নান উৎসব হবে সেই স্থানটি আমরা পরিদর্শন করেছি। এ স্নান উৎসবকে কেন্দ্র করে ওইদিন দিনব্যাপী মেলাও বসবে।
পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নেন। অন্যান্য বছরের মতো এবারও অষ্টমী স্নানের সকল আয়োজনের প্রস্তুতি চলছে।