প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০
অ্যাডঃ মিজানুর রহমান স্মরণে দোয়া
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম অ্যাডঃ মিজানুর রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে মরহুমের বন্ধুদের আয়োজনে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুমে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ গোলাম মোস্তফা আখন্দ।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বন্ধু অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম বাবুল, অ্যাডঃ গোলাম মোস্তফা, আব্দুল্লাহ মিয়া, প্রিন্সিপাল মনির হোসেন, ডাঃ মানিক, সলিমুল্লাহ, শাহজাহান সিদ্দিকী, বশির আহমেদ, গণি মডেল উবির প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক ওবায়েদুর রহমান মোহনসহ অন্যরা।