প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০
আজ চাঁদপুর কণ্ঠের সংবাদদাতা মোঃ সেলিম মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী
অনলাইন ডেস্ক
আজ ১৪ মার্চ দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ উপজেলার উত্তরাঞ্চল সংবাদদাতা মোঃ সেলিম মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের এইদিনে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাজারের সন্নিকটে ঘাতক ট্রাক্টর চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে মোঃ সেলিম মিয়াকে। তিনি চাঁদপুর কণ্ঠের একজন সক্রিয় সংবাদদাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।