প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক
দেড় বছর ও এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত দুই আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর থেকে মোঃ হারুনুর রশিদ ও ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও থেকে ফরহাদ হোসেনকে আটক করা হয়। বুধবার তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সিআর মামলা ৫৭১/১৮) দায়েরকৃত মামলায় চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ মোঃ হারুনুর রশিদকে দেড় বছরের সাজা প্রদান করেন। এছাড়া একটি মাদক মামলা (জিআর ১৯৫/১৯)-এ চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ফরহাদ হোসেনকে এক বছর দ্ইু মাসের সাজা প্রদান করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর ১২ মার্চ মঙ্গলবার রাতে থানা পুলিশের এসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই অলিউল্যাসহ পুলিশের একটি টিম তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন।
ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। গোপন সূত্রে সংবাদ পেয়ে থানা পুলিশ তাদেরকে আটক করে। বুধবার তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।