সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০

নারায়ণপুর বাজারে আরএফএলর নিত্য প্রয়োজনীয় পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
নারায়ণপুর বাজারে আরএফএলর নিত্য প্রয়োজনীয় পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

মতলব দক্ষিণের নারায়নপুর বাজারে আরএফএল নিত্য প্রয়োজনীয় পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করা হয়।

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারের বাসস্ট্যান্ডে ফারুক প্লাজায় ‘গুড চয়েজ’ নামে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আরএফএল-এর নিত্য প্রয়োজনীয় পণ্যের এই শোরুম উদ্বোধন করা হয়।

এ সময় নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, এক্সিম ব্যাংক নারায়ণপুর বাজার শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক প্রধান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলতান কাজী, হাজী মতিউর রহমান মতিন, সমাজসেবক আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিঞা, সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজসেবক হান্নান প্রধান, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা মিয়াজী, শাহ আলম কাজী, হাবিবুর রহমান হবু, মোঃ শাহজাহান মোক্তার, কিরণ মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক জসিম, জামাল হোসেন পাটোয়ারী, কাজী জামানসহ আরএফএলর কর্মকর্তা ও এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ আফজালুর রহমান এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন বর্তমান খতিব মুফতি সালমান ফরিদী।

প্রতিষ্ঠানের মালিক মোঃ ওমর ফারুক প্রধান জানান, নারায়ণপুরে আরএফএলর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। এই সকল পণ্য ক্রেতারা বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে হয়। তাই ক্রেতারা খুব সহজেই তাদের পছন্দের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পারবে আমাদের শোরুম থেকে। শোরুম থেকে পণ্য কিনলে ক্রেতারা সঠিক পণ্য ও সঠিক মূল্য পাবেন। আরএফএলর নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাসজুড়ে আকর্ষণীয় মূল্য ছাড়ের অফার চলছে আমাদের শোরুমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়