সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন

পহেলা রমজানে শাহরাস্তি প্রেসক্লাব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মঙ্গলবার দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পাঁচ শতক সম্পত্তির রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। জমি রেজিস্ট্রি উপলক্ষ্যে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বেলা বারোটায় চিতোষী বাজারে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হলে সাব রেজিস্ট্রার ফরিদা আক্তার শাহরাস্তি প্রেসক্লাবের জমির রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ চিতোষী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এই দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব সম্পত্তির মালিক হয়েছে প্রেসক্লাব। সম্পত্তি রেজিস্ট্রি শেষে প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সকল দাতা সদস্য, রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়