প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
নারায়ণপুরে সিঙ্গার শো-রুম উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে আল-বারাকা মডেল স্কুল সংলগ্ন সরকার ইলেক্ট্রনিক্সের তত্ত্বাবধানে সিঙ্গার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গত ৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সরকার ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী নূরে আলম সরকারের সভাপ্রধানে এবং মোহাম্মদ সালাউদ্দিন রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গার ইলেকট্রনিক্স লিমিটেডের সেলস্ ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ আনোয়ার হোসেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিঞা, সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল হক সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিঙ্গার একটি বহুল পরিচিত ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান। সেরা মানের পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বখ্যাত ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্সসহ ইলেকট্রনিক্স পণ্যের সমাহার থাকবে এই সরকার ইলেক্ট্রনিক্স স্টোরে। উদ্বোধন উপলক্ষে ৭দিনের অফারে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ বিভিন্ন চমক।
উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক প্রধানিয়া, সেলিম প্রধানিয়া, সিঙ্গার প্রতিষ্ঠান কুমিল্লা অঞ্চলের এটিএম পদবীপ্রাপ্ত জহিরুল হক, শরীফুল ইসলাম, সেলসম্যান রমিজ উদ্দিন, এনামুল হক জসিম, যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ শুভানুধ্যায়ী, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আফজালুর রহমান।