প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে রাধা-গোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসব
ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোয়া গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরের বাৎসরিক উৎসব সম্পন্ন হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী মহানামযজ্ঞ শেষে বিকেলে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি হারাধন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য ও যুব ঐক্য পরিষদের সদস্য সচিব গণেশ লোধ, স্থানীয় এমপি প্রতিনিধি রফিকুল ইসলাম এবং ইউপি সদস্য মোস্তফা পাটওয়ারী। বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতিই হলো একে অপরের উৎসবে যোগ দিয়ে তাদের উৎসবকে সফল করে তোলা। চরপোঁয়া দাসপাড়ায় এই উৎসবে বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন অনুকরণীয়।