প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
নারায়ণপুরে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল
মতলব দক্ষিণে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত মিছিল করা হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির উদ্যোগে ১১ মার্চ সোমবার বাদ আছর নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সামনে থেকে এ স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি নারায়ণপুর বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পুনরায় সাহেব বাজার জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদারের সভাপতিত্বে এবং শরীফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, ম্যাক্স ভিআইপি হাসপাতালের এমডি ডাঃ ওমর ফারুক শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি শরীফুল ইসলাম সুজন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাহেব বাজার জামে মসজিদের খতিব মুফতি সালমান আহমাদ ফরিদি, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম কাজীসহ ধর্মপ্রাণ মুসলমানগণ।