প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
ব্যবসায়ী হাজী কামরুজ্জামানের মাতার ইন্তেকাল
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের শাশুড়ি ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ছাত্রী সংসদের এজিএস উম্মে সালমা ইয়াসমিন এবং চাঁদপুরের বিশিষ্ট চাল ও মেশিনারিজ ব্যবসায়ী হাজী কামরুজ্জামানের মা ৯ মার্চ শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছেলে, মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন রাত ১০টার সময় মরহুমার নামাজে জানাজা পুরাণবাজার নিজ বাড়ি এলাকার লোহারপুল মক্কা মিল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।