সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০

মতলব সূর্যমুখী মেলা পরিদর্শন করলেন সাবেক সচিব ও অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমদ

মতলব ব্যুরো ॥
মতলব সূর্যমুখী মেলা পরিদর্শন করলেন সাবেক সচিব ও অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমদ

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদ ৯ মার্চ মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন তাঁর পুত্র শাফকাত শোয়েব ও পুত্রবধূ তাবে তাইনা। মেলা গেটে পৌঁছলে মেলার ভাই-বোনেরা ফুলের তোড়া দিয়ে তাঁকে আন্তরিক সংবর্ধনা জানায়। তিনি মতলব মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন। মেলার সার্বিক উন্নতি দেখে তিনি খুশি হন। এরপর কচি-কাঁচা মিলনায়তনে এক সভায় যোগদান করেন। মেলার প্রবীণ সদস্য ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন মতলব মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু।

সভায় বক্তব্য রাখেন মেলার প্রবীণ সদস্য জাকির হোসেন, প্রবীণ সদস্য ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক-বিন-জামান ও মেলার সহ-সভাপতি মিজানুর রহমান খান। প্রধান অতিথি তাঁর ভাষণে মেলায় পূর্বে একাধিকবার আসার স্মৃতি স্মরণ করেন। তিনি মেলার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি মেলার দৈনন্দিন কর্মসূচি পরিচালনার জন্যে এক লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। তদুপরি মেলার উন্নয়ন কাজ করার জন্যে সর্বোচ্চ সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মেলার সভাপতি মহোদয় তাঁর বিগত বছরগুলোর অবদানের কথা বর্ণনা করেন। তদুপরি বর্তমান মেলার কর্মসূচি পরিচালনা ও উন্নয়নের জন্যে আন্তরিক সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শিশির, প্রবীণ সদস্য এমএ আজিজ বাবুল, ফররুখ আহমেদ চৌধুরী মিনার, নাজমুল আহসান চৌধুরী খোকন, সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, শুভানুধ্যায়ী শিহাব পাটোয়ারী, হযরত আলী, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও মেলার ভাই-বোনেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়