প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ানের স্ত্রী ও চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল আজমের মা মরহুমা সিতারা আজিজের রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার তাঁর বাসায় এবং শহরের দুটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর চৌধুরী জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সময় শহরের বিপণীবাগ এলাকায় মরহুমার বাসায় পারিবারিক আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওঃ আনম মুহিবুল্লাহ। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, আয়কর আইনজীবী মোঃ আব্দুল কুদ্দুসসহ ওলামায়ে কেরাম ও মরহুমার পরিবারের সদস্যগণ।
বিকেলে বাদ আছর করিম পাটোয়ারী বাড়ি জামে মসজিদেও একইভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ দোয়ানুষ্ঠানেও মরহুমার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।