প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা বাজারস্থ বাকিলা-চেঙ্গাতলী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৫ জুলাই জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি (রেজিঃ ১৮৭৮) অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম সুমন। এর আগে গত ১০ জুলাই জেলা সিএনজি অটোরিকশা, ট্যাক্সি, ট্রাক্সিকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৫০৩) অনুমোদন দেন সভাপতি কাজী শাহরিয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ সলিম গাজী।
উক্ত অনুমোদিত কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন মিজি, সাংগঠনিক সম্পাদক কাউসার পাটোয়ারীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি। উক্ত নির্বাচিত কমিটি স্ট্যান্ড পরিচালনাকালে যাত্রী, মালিক, চালক ও শ্রমিকসহ সকলের সহযোগিতা চেয়েছেন।