বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হর্ণি ফজলে আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ফরিদগঞ্জ ব্যুরো ॥
হর্ণি ফজলে আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ফরিদগঞ্জে ১৭৫নং পশ্চিম হর্ণি ফজলে আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষের কার্যক্রম শেষে বুধবার বিকেলে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষটি তালা বন্ধ করে রাখেন শিক্ষকবৃন্দ। ঐদিন দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র লাইব্রেরি কক্ষের দরজার তালা ভেঙ্গে কক্ষে থাকা দুটি স্টিলের আলমারি থেকে ১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইশরাত জাহান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় বায়তুল হোসেন জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষের দরজা খোলা দেখতে পান। তাৎক্ষণিক আমাকে অবগত করলে আমি গিয়ে দেখি লাইব্রেরির দরজার তালা ভাঙ্গা ও দরজা খোলা। কক্ষে প্রবেশ করে দেখি, উল্লেখিত মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।

ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম জানান, চুরির বিষয়টি অবগত হয়েছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একটি জিডি করার পরামর্শ দেয়া হয়েছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়