প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজারগাঁও ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন
মনোনয়নপত্র ক্রয় করলেন সিদ্দিকুর রহমান
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া মারা যাওয়ার কারণে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় আগামী ৯ মার্চ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করলেন রাজারগাঁও ইউনিয়নের সমাজসেবক মোঃ সিদ্দিকুর রহমান। গত ৭ ফেব্রুয়ারি বেলা ১টায় বিভিন্ন পেশার লোকজনের মহড়া ও শুভাকাঙ্ক্ষী নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে চেয়ারম্যান পদের জন্যে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে রাজারগাঁও ইউনিয়নকে মাদকমুক্ত, নিজ উদ্যোগে এলাকার উন্নয়নের কাজ এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে রাজারগাঁও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।