প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়ানুষ্ঠান
চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী পুরাণবাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। আরো বক্তব্য রাখেন পুরাণবাজার ৫নং ঘাট মোহম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ ফরিদী।
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মেহমানদের মাঝে উপস্থিত ছিলেন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদ মাওলা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক বিমল চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন, মোঃ ইউছুফ পাটোয়ারী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ দেবনাথ, ওয়াহিদুর রহমান লাবুসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
দেশের সমৃদ্ধি ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্কুল মসজিদের খতিব মোঃ ইমরান হোসেন। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।