প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ‘চেতনার বাতিঘর’ উদ্বোধন
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে নব-নির্মিত বঙ্গবন্ধু গ্যালারি ‘চেতনার বাতিঘর’-এর শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমণ্ডএর সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে নব-নির্মিত বঙ্গবন্ধু গ্যালারি ‘চেতনার বাতিঘর’ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ডিআইজি নব-নির্মিত ‘চেতনার বাতিঘর’-এর ভূয়সী প্রশংসা করেন।
এদিন রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল মোঃ রিজওয়ান সাঈদ জিকু, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।