প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সাংবাদিক কামাল হোসেন চাঁদপুর পবিস-১-এর পরিচালক নির্বাচিত
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল হাজীগঞ্জ প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসেন। গত ২২ জানুয়ারি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মোঃ আতিকুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত স্মারক নং ২৭.১২.১৩৪৯.৫০৪.০১.২৪.৮৬২-তে বলা হয়েছে, সমিতির বাইলজ অনুযায়ী এলাকা পরিচালক নির্বাচনে ২নং এলাকার এলাকা পরিচালক পদে কামাল হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় ও সমিতি বোর্ডের সভায় আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছায় কামাল হোসেনকে বরণ করা হয়। তিনি ২০১৯ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সমিতি বোর্ড পরিচালকের দায়িত্বও পালন করেন।