প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাব ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের ফ্রি ডেন্টাল ক্যাম্প
৩ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর রোটারী ক্লাব ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে রেলওয়ে কিন্ডারগার্টেনে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বয়স্ক ও শিশুদের দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেছেন ডেন্টাল সার্জন ডাঃ প্রিয়ম মজুমদার।
উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ গোপাল চন্দ্র সাহা ও সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ সাইফুল ইসলাম, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি মিতু আক্তার, সদ্য সাবেক সভাপতি রোটাঃ মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নি, সেক্রেটারী আফরোজা পারভীন, ট্রেজারার নাসরিন আক্তার, সদস্য প্রীতি রাণী সাহা, রুবিনা মরিয়ম প্রমুখ। রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।
উপস্থিত রোটারিয়ান এবং ডেন্টাল সার্জন বলেন, মানুষের শরীরে দাঁত খুবই প্রয়োজনীয় জিনিস। প্রায়শই মানুষ দাঁত ব্যথায় ভোগে। ব্যথা ছোট-বড় যে কোনো কারো হতে পারে কিছু ভুলের কারেণে। তাই ভুল এড়াতে দাঁতের যত্ন নেয়া আমাদের অতীব জরুরি। চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সাথে আমরা যৌথভাবে ফ্রি ডেন্টাল ক্যাম্প করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয় যৌথভাবে আরো ক্যাম্প করবো।
ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন এসকেএফ-এর প্রতিনিধি কাউসার হোসেন ও ওরো ডেন্টালের সহযোগী মোঃ নাঈম।