প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভোক্তা অধিকার সংরক্ষণ টিমের বাজার মনিটরিং অভিযান
জেলা প্রশাসকের নির্দেশে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে।
এদিন কাজীর বাজার, মুন্সিরহাট, সফরমালী বাজারে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ নূর হোসেন রুবেল। তাকে সহায়তা করেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় চারটি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আগের দিন ১৭ জানুয়ারি হাইমচর উপজেলার আলগী বাজারে অভিযান পরিচালনা করা হয়। হাইমচর উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে ভাই ভাই বেকারিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মদিনা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই বাজার মনিটরিং অভিযানে সহযোগিতা করে হাইমচর থানা পুলিশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।