বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে রেস্তোরাঁ মালিক সমিতির মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে রেস্তোরাঁ মালিক সমিতির মতবিনিময়

চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির সাথে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্যাহ ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ।

প্রেসক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাব মৌলিক কাজের সাথে মানবিক কাজগুলো করে থাকে। রাষ্ট্রের মৌলিক মানবিক চাহিদা ৬টি বাস্তবায়নে রাষ্ট্র কাজ করে যাচ্ছে। আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করতে হবে। খাদ্যের দিকটিও একটি মানবিক বিষয়, ব্যবসার সাথে সাথে মানবিক বিষয়টিও মাথায় রাখবেন। আপনারা ব্যবসার সাথে সাথে মানবিক কাজ করবেন, তাহলে সমাজ ও সমাজের মানুষের উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নূরুল আলম লালু, উপদেষ্টা মোঃ বিপ্লব সরকার, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান মাঈনু আখন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সমাজকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম মামুন, কার্যকরী সদস্য আব্দুল মালেক বেপারীসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়