বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তারা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে

প্রবীর চক্রবর্তী ॥
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বুধবার সকালে ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে র‌্যালি সহকারে নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি আমির আজম রেজা, পৌর আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাাহ সোহাগ, উপজেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানীরা নানাভাবে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হননি। তার দৃঢ়তার কাছে তারা পরাজিত হয়। ৮ জানুয়ারি পাকিস্তানী কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন ও ভারত হয়ে পরে ১০ জানুয়ারি স্বদেশের মাটিতে ফিরে আসেন। তিনি এদেশের মানুষের অধিকার আদায়ে স্বাধীনতার জন্যে দীর্ঘকাল জেল-জুলুম ভোগ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর একটি সুখি ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে কর্মযজ্ঞ শুরুও করেছিলেন। কিন্তু আমরা বাঙালিরা তাকে বাঁচতে দেইনি। তাকে দুই সন্তান ছাড়া সপরিবারে হত্যা করি। আমাদের মনে রাখতে হবে, পলাশীর আ¤্রকানন থেকে শুরু অদ্যবদি মীরজাফররা ছিলো এবং থাকবে। এবারের নির্বাচনেও আমরা দেখেছি। তাই আমাদের সাবধান থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিপক্ষ বিএনপি-জামাত জোট, অন্য কেউ নয়। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের পিছনের দিকে তাকানোর সুযোগ নেই।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি অলি উল্লা, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়