প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিশ্বশান্তি কামনায় ঘোষপাড়ায় হরিনাম কীর্তন
বিশ্বশান্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় চাঁদপুর নতুনবাজার ঘোষপাড়ায় শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে হরিনাম মহাযজ্ঞ উৎসবের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ১০ জানুয়ারি রাত ৯টায় হরিনাম মহাযজ্ঞের অধিবাস এবং নিশিরাতে শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হবে। পরদিন ১১ জানুয়ারি ভোর হতে ১৪ জানুয়ারি রোববার পর্যন্ত অহরাত্র ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান। পরদিন ১৫ জানুয়ারি সোমবার প্রভাতে নামযজ্ঞ সমাপনান্তে নগর কীর্তন, জলকেলী ও শান্তি আশীর্বাদ প্রদান, দুপুরে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বৃন্দাবন সম্প্রদায়, ব্রজ গোপাল সম্প্রদায়, গুরুভাই সম্প্রদায়, সোনার গৌর সুদর্শন সম্প্রদায়, গৌর নিতাই সম্প্রদায় ও যোগমায়া সস্প্রদায় হরিনাম কীর্তন পরিবেশন করবেন বলে জানা যায়। অনুষ্টানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন উৎসব কমিটির সভাপতি হরিগোপাল ঘোষ ও সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার ঘোষ।