প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
সাংবাদিক সুজনের মায়ের দাফন সম্পন্ন
দৈনিক আমাদের সময় ও দৈনিক নিউ এইজ’র সংবাদদাতা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজনের মা রেজিয়া বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
৮ জানুয়ারি সোমবার দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌর এলাকাধীন মিরপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন তিনি। ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে রেজিয়া বেগম ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মোঃ মুখলেছুর রহমান বরকন্দাজ প্রায় গত ৮ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন মরহুমার ছেলে আনিসুর রহমান সুজন।
এদিকে সহকর্মী আনিসুর রহমান সুজনের মায়ের মৃত্যুতে সাংবাদিকদের পক্ষে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক মোঃ নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।