বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

পশ্চিম সকদী মসজিদ-এ-নূর জামে মসজিদের নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ হয়ে গেছে

সোহাঈদ খান জিয়া ॥
পশ্চিম সকদী মসজিদ-এ-নূর জামে মসজিদের নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ হয়ে গেছে

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডিএনসি বাজার পশ্চিম সকদী মসজিদ-এ-নূর জামে মসজিদের নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ হয়ে গেছে।

ছোট একটি টিনের মসজিদ থেকে শুরু হয় মসজিদটির কার্যক্রম। বিভিন্ন মানুষের কাছ থেকে ৫/১০ টাকা থেকে শুরু করে মসজিদের জন্য সাহায্য সহায়তা নিয়ে পাকাকরণের কাজ শুরু করা হয়। কিন্তু পিলার উত্তোলন করা পর্যন্ত অর্থ শেষ হয়ে যায়। পিলারের সাথে সামিয়ানা টানিয়ে জুমার নামাজ আদায় করা হয়। আর পাঁচ ওয়াক্ত নামাজ টিনের মসজিদ ঘরটিতে আদায় করা হয়ে থাকে। দীর্ঘ বছর ধরে মসজিদটি এভাবে পড়ে থাকলেও বড় ধরনের অর্থ দিয়ে সহযোগিতা করার জন্যে কেউ এগিয়ে আসছে না। সমাজে অনেক দানশীল ব্যক্তি রয়েছেন, যাদের একটু সুদৃষ্টিতে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব। সকলের একটু সহায়তায় মসজিদটি তার পূর্ণাঙ্গ রূপে পরিণত হবে।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানান, কেউ বড় ধরনের অর্থ দিয়ে সহায়তা করলে মসজিদের নির্মাণ কাজ করা সম্ভব হবে। খোলা আকাশের নিচে সামিয়ানা টানিয়ে রোদ, ঝড় ও বৃষ্টিতে নামাজ আদায় করতে হয়।

মসজিদ কমিটি জানান, বিভিন্ন মানুষের সহায়তায় মসজিদের নির্মাণ কাজ করে আসছি। বর্তমানে অর্থাভাবে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বড় ধরনের সাহায্য সহায়তা পেলে মসজিদের নির্মাণ কাজ শেষ করা সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়