প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
প্রবীণ সংগীত শিল্পী শান্তি রক্ষিতের একক নজরুল সংগীত সন্ধ্যা
শুদ্ধ সংগীত শিক্ষার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সংগীত নিকতনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগীত নিকেতনের প্রবীণ শিক্ষক শান্তি রক্ষিতের একক নজরুল সঙ্গীত অনুষ্ঠান। গত ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সংগীত নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত নজরুল সংগীত সন্ধ্যায় প্রখ্যাত সংগীত শিল্পী শান্তি রক্ষিতের পরিবেশিত নজরুল সঙ্গীতে উপস্থিত দর্শক শ্রোতা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা তুমুল করতালির মধ্য দিয়ে প্রবীণ এই শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করেন। ‘আমায় নহে গো ভালোবাস, ভালোবাস শুধু মোর গান’ এই গানের মধ্য দিয়েই এই শিল্পী দর্শক শ্রোতাদের অভিবাদন জানান। এ সময় শহরের কোড়ালিয়া রোডস্থ সংগীত নিকেতনের চীর চেনা, চীর জানা চন্দ্র কান্ত সাহা মিলনায়তনে পিনপতন নীরবতা নেমে আসে। সত্তরোর্ধ্ব বয়সের গুণী এই শিল্পীর গানে সকলেই মোহিত হয়ে পড়েন।
সত্তরোর্ধ্ব গুণী এই শিল্পী ১৯৫০ খ্রিঃ চাঁদপুর শহরস্থ জোড়পুকুর পাড়স্থ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় যোগেন্দ্র চন্দ্র রক্ষিত ও মাতা স্বর্গীয় ছায়া রাণী রক্ষিত, স্ত্রী ডলি রক্ষিত। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তার ছেলে মেয়েরাও সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত থেকে বাবার পরিচিতি ধরে রাখতে তৎপর রয়েছে। গুণী এই শিল্পী তবল বাদক হিসেবে ব্যাপক পরিচিতির পাশাপাশি আধুনিক গান, অতুল প্রসাদ, ভজন, কীর্ত্তনাঙ্গের গান, দ্বিজেন গীতি ও ভাবসঙ্গীত রামপ্রসাদী গানে তার পারদর্শীতা থাকলেও নজরুল গীতিতে রয়েছে তার অসামান্য দক্ষতা। গুণী এই শিল্পী ২০১৫ সালে শিল্পকলা একাডেমী হতে সম্মাননা লাভ করেন। ১৯৯২ সাল থেকে তিনি চাঁদপুর সংগীত জগতের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সংগীত নিকেতনের সাথে সম্পৃক্ত থেকে সংগীত বিষয়ে বহু শিক্ষার্থীকে তালিম দিয়ে আসছেন। তার হাতে গড়া অনেক শিক্ষার্থী আজ সংগীত অঙ্গনে বিশিষ্ট সংগীত শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আমন্ত্রিত অতিথিসহ দর্শক শ্রোতাগণ গুণী এই শিল্পীর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সভাপ্রধানে শিল্পী শান্তি রক্ষিতের জীবনের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সাব্যসচী লেখক ও ছড়াকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বিশিষ্ট সংগঠক মাহমুদ হাসান খান, আনন্দধ্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, বিশিষ্ট সংগঠক কল্পনা রাণী সরকার, অ্যাডঃ রফিকুজ্জামান রনি, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত নিকেতনের শিক্ষক বিমল চন্দ্র দে। সমবেত সংগীত পরিচালনা করেন সংগীত নিকেতনের ছাত্রী রিয়া চক্রবর্তী ও যন্ত্র সংগীতে ছিলেন দীপক চক্রবর্তী। সংগীত নিকেতনের শিক্ষকম-লীর সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সংগীত নিকেতনের শুভাকাঙ্ক্ষী চাঁদপুর দ্বারকানাথ (ডিএন) উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরজিৎ চক্রবর্তীর স্মরণে চাঁদপুর সংগীত নিকেতন প্রবীণ শিল্পী শান্তি রক্ষিত পরিবেশিত একক নজরুল সংগীতের আয়োজন করে।