প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির শোক
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান বাবুলাল কর্মকারের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং-৯/চাঁদ/২২)-এর সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
তাদের শোক বার্তায় উল্লেখ করা হয় যে, বাবুলাল কর্মকার পড়ালেখা শেষ করে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর চাঁদপুর শহরের কুমিল্লা রোডে হার্ডওয়্যার ব্যবসা প্রতিষ্ঠান করেন বর্তমান নিউ বি.কে. জুয়েলার্সের স্থলে। তিনি ১৯৮৭ সালে চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কর্মজীবনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনে জড়িত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর শুক্রবার রাতে পুরাণআদালত পাড়াস্থ নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে সহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।