প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনে জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
‘সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে ১০ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত)সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা ও সমুন্নতকরণ একটি চলমান প্রক্রিয়া। পারস্পরিক সহযোগিতার মনোভাবই কেবল পারে বিশ্বের সকল মানুষের মানবাধিকার নিশ্চিত করতে।