প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর জেলার প্রথম সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্ত পত্রিকা ও জেলার শীর্ষ দৈনিক চাঁদপুর কণ্ঠে গত ১৯ আগস্ট ২০২১ তারিখে আমার নাম উল্লেখ করে ‘ফরিদগঞ্জে রাতের আঁধারে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর দখলের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা। অভিযোগকারী সংবাদকর্মী ভাইদের সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছেন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই এবং সংবাদে প্রকাশ রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারের ঘর দখল, যা একেবারেই সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ প্রকৃতপক্ষে সংবাদে উল্লেখিত আধাপাকা ঘরটি আমার এবং সম্পত্তি আমার, যার দলিল নং ৮২৭০/১৫। ইহা একটি খারিজকৃত সম্পত্তি। এই সম্পত্তি আমি সন্তোষ রায় চৌধুরীর কাছ থেকে তার নিজ বসতঘরসহ সাফকবলা দলিল মূলে ক্রয় করি। পরে টিনশেড বসতঘরটি জরাজীর্ণ হয়ে গেলে গত দুই বছর আগে আমি আধাপাকা ঘর করি। এই সম্পত্তির উত্তরে ও পূর্বে আমি নিজ এবং দক্ষিণে প্রণব রায় চৌধুরী গং, পশ্চিমে উঠান। এলাকার শতভাগ মানুষ বলবে এই সম্পত্তি এবং ঘর আমার। প্রণব রায় চৌধুরী ইতিপূর্বে কখনো এই ঘর এবং সম্পত্তির বিষয়ে আমাকে অবগত করেননি। তিনি অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় সামাজিকভাবে আমার সম্মানহানি করার জন্য এই মিথ্যা সংবাদ প্রকাশ করায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
-মোঃ মিরন হোসেন খান, গ্রাম-মদনেরগাঁও, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর।
জিডি-১৩১৪/২১