প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভেনিউতে আওয়ামী লীগের সভায় সন্ত্রাসী হামলায় ২৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা কুদ্দুস পাটোয়ারী নিহত হয়েছেন। মরহুম কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা ও কবর জিয়ারত উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সেক্রেটারীর আগমন উপলক্ষে মতলব উত্তর উপজেলার বাংলাবাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র গুহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খসরু ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তারুজ্জামানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্মল গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোবাশে^র চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।