বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০

মামলা করায় বাদীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
গোলাম মোস্তফা ॥

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর এ ঘটনায় থানায় মামলা দায়ের করায় বাদীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ১০ আগস্ট ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আঃ লতিফ মিজির ছেলে আনোয়ার হোসেন টিটুর সাথে পাশর্^বর্তী এলাকার ফজলুর রহমান পাটোয়ারীর ছেলে আলী আকবর পাটোয়ারীর মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আলী আকবর পাটোয়ারীর লোকজন আনোয়ার হোসেন টিটুর উপর সন্ত্রাসী হামলা করে তাকে মারাত্মক আহত করে। এতে আনোয়ার হোসেন টিটুকে বেশকিছু দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদ আমির হোসেন ইমরান গত ১১ আগস্ট বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং- ১৬। তাং- ১১/৮/২০২১ খ্রিঃ।

মামলা দায়েরের পর থেকেই বিবাদী আকবর বাদী পক্ষকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে গত ১৬ আগস্ট মধ্যরাতে আসামীরা বাদীর বসতঘর ও রান্নাঘরে আগুন লাগিয়ে চলে যায়। বাড়ির লোকজন আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দিয়ে লোকজন জড়ো করে বসতঘরের আগুন নিভালেও রান্নাঘর ততক্ষণে পুড়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ঘটনাটি তাৎক্ষণিক আমি শুনেছি, কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি শুনেছি। তবে পূর্বের ঘটনা নিয়ে এটি হলো কি না বা মূল ঘটনা কী এটি যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ বা কোনো পক্ষ এ বিষয়ে অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়