বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০

নানা আয়োজনে চাঁদপুরে প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন
অনলাইন ডেস্ক

নানা আয়োজনে চাঁদপুরে পালিত হয়েছে প্রথম আলোর রজতজয়ন্তী উৎসব। এ উপলক্ষে ১০ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। চাঁদপুর বন্ধুসভার সভাপতি রিফাত কান্তি সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। এ সময় প্রথম আলোর কাছে আগামীর প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও সনাক চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা, ব্র্যাক ইন্টারন্যাশনাল ম্যানেজার মাসুদুর রহমান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

এ সময় অতিথিরা কেক কেটে প্রথম আলোর ২৬তম জন্মদিন পালন করেন। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনিতা নন্দীর পরিচালনায় গান এবং সোমা দত্তের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন চাঁদপুরের শিল্পীরা।

ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রথম আলোর কাছে প্রত্যাশা করে বলেন, প্রথম আলো শুধু লেখালেখি বা সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নানা রকমের সামাজিক কাজ, শিক্ষা ও সাহিত্যকে এগিয়ে নিতে দারুণ ভূমিকা রেখে আসছে। তারা সত্য দিয়ে তথ্যকে পরিবেশন করে বস্তুনিষ্ঠতা বজায় রেখে আসছে। আগামীতেও তা অব্যাহত রাখবে।

চাঁদপুর জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা বলেন, ‘হারবে না বাংলাদেশ’ প্রথম আলোর এই নতুন স্লোগান নতুন প্রজন্ম থেকে শুরু করে আগামী প্রজন্মকে উৎসাহ ও সাহস যোগাতে শতবর্ষ পর্যন্ত সহায়তা করে যাবে এই প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়