বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৯:৫৬

কমিটি নিয়ে দ্বন্দ্বের জের

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

অনলাইন ডেস্ক
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বেশ ক'দিন ধরে ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে দুগ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ এক পক্ষ নির্বাচিত এডহক কমিটির প্রতি অনাস্থা এনে কলেজে তালা লাগিয়ে দেয়। এতে করে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। কিছু সময়ের জন্যে এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা এবং থমথমে হয়ে উঠে কলেজ ক্যাম্পাস ও এলাকার পরিবেশ। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তালা খুলে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গেইটে তালা মেরে দেয়া পক্ষের ক্ষোভ এখনও কমেনি। তারই রেশ ধরে বুধবার (২০ নভেম্বর) কলেজের অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে। এ বিষয়ে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ এ প্রতিনিধিকে বলেন, আমাদের এখানে মেয়ে শিক্ষার্থী বেশি। বিগত কয়েকদিনের ঘটনায় তারা এবং তাদের অভিভাবকরা আতঙ্কিত। তাই অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে আসেনি। তবে যে কয়েকজন এসেছে, তাদের নিয়ে আমরা আজ ক্লাস করেছি। উল্লেখ্য, শুরুতে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিদাস পালকে অপসারণের দাবিতে শিক্ষার্থী অভিভাবকরা সম্মিলিত আন্দোলন করে। পরবর্তীতে আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। আন্দোলন পরবর্তীতে এডহক কমিটিতে গিয়ে দাঁড়ায়। একপক্ষের দাবি এডহক কমিটির সভাপতি ডা. আবুল কালাম আযাদকে করা হোক, অপর পক্ষ চাচ্ছে মাহাবুব মোর্শেদ কচিকে করা হোক। বিরোধ মীমাংসার আগেই প্রশাসনের সহযোগিতায় কৌশলে কমিটি নিয়ে আসেন মাহবুব মোর্শেদ কচি। সেই কমিটিতে আওয়ামী লীগ নেতা খাজে আহমদ মজুমদারকে দেখে রাজনৈতিক মাঠ আরো উত্তপ্ত হয়ে উঠে। এই কমিটির পর থেকে একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। যার সর্বশেষ সংযোজন শিক্ষার্থীদের ক্লাস বর্জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়