বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০

আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ইফার আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥

ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে পবিত্র আশুরা ১৪৪৩ হিজরি উদ্যাপন উপলক্ষে আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইফার মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুস সালাম ও জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। সভায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদভিত্তিক উন্নয়ন শিক্ষা (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার মাওলানা মোঃ বিল্লাল হোসেন।

মউশিক প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ শরীফুল ইসলাম মুন্সির সঞ্চালনায় সভা শেষে জাতির সুখ-শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি পীরজাদা মাওলানা খাজা মোঃ জোবায়ের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মোহাম্মদ আবু বকর বিন ফারুক। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মোঃ মাহবুবুর রহমান। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবাররুক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মুহাররম মাসের সবচে’ মহিমান্বিত দিন হচ্ছে ‘ইয়াওমে আশুরা’ তথা মুহাররমের দশ তারিখ। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেন : (জাহেলী সমাজে) লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখত। এ দিন কাবায় গেলাফ জড়ানো হত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়