প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
![বিএসটিআইর মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা](/assets/news_photos/2023/09/14/image-38035.jpg)
চাঁদপুরে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে বিএসটিআই, কুমিল্লা। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার উক্ত মোবাইল কোর্ট জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত হয় এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় চাঁদপুর শহরের ২ প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই, কুমিল্লা কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
১২ সেপ্টেম্বর জেলা প্রশাসন, চাঁদপুর এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার উদ্যোগে চাঁদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম (উঁব , এযড়ৎবব, ঘধারধ, ঘবি ভধপব, ঋৎবংয ধহফ ডযরঃব) বিক্রি ও তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদানের অপরাধে চাঁদপুর শহরের হাকিম প্লাজার আরিশা কসমেটিকস শপকে বিএসটিআই আইন-২০১৮-এ ১৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ৩০ (ত্রিশ) প্যাকেট নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। পরের অভিযানে কেক, বিস্কুট, পাউরুটি পণ্যসমূহের অনুকূলে বিএসটিআইর গুণগত মান সনদ গ্রহণ না করায় এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় কালীবাড়ি মোড়ের মীম বনফুল সুইটস এন্ড পেস্ট্রি শপকে বিএসটিআই আইন-২০১৮-এ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই, কুমিল্লা-এর অফিসার।