প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্যে খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্য সচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝে শরীর ও মনকে চাঙ্গা করার জন্যে নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও।
১২ সেপ্টম্বর মঙ্গলবার মতলব উত্তর উপজেলা (প্রস্তাবিত) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল খেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে অন্যান্য অপরাধমূলক কাজে (ইভটিজিং, মাদকাসক্ত) নিয়োজিত হচ্ছে। গ্রামাঞ্চলে খেলাধুলা অনুষ্ঠিত হওয়ার হার অনেকাংশে কমে গেছে। প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে শারীরিক শ্রমনির্ভর খেলাগুলো কমে গিয়ে মানুষ বর্তমানে প্রযুক্তিগত অনেক মস্তিষ্ক নির্ভর খেলায় মত্ত রয়েছে। এতে করে তারা আত্মকেন্দ্রিক ও সহিংস হচ্ছে। ফলস্বরূপ সমাজে আত্মকেন্দ্রিক ও আগ্রাসী মনোভাবের মানুষের সংখ্যা বেড়ে গেছে। এসব প্রযুক্তিগত খেলা আবির্ভাবের সাথে সাথে গ্রাম্য খেলাধুলাগুলোও হারিয়ে যেতে বসেছে। তবে এখনও অনেকে আছেন যারা ঠিকই শারীরিক শ্রমনির্ভর খেলাধুলা করে থাকেন। খেলার মাঠের অভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা ঠিকই খেলার জন্যে উপযুক্ত স্থান খুঁজে পান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নাছির উদ্দিন মিয়া, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদসহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ।
মতলব উত্তর উপজেলায় গ্রীষ্মকালীন ৫০তম ফুটবল প্রতিযোগিতায় মতলব উত্তর উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় দল।
খেলার নির্ধারিত সময়ে দুই দলে গোল না পাওয়ায় টাইব্রেকারে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ফুটবল দল ৪-২গোলের ব্যবধানে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার রেফারির দায়িত্বে ছিলেন সহিদুল হক। সহকারী রেফারি ছিলেন আক্তার হোসেন ও জামাল উদ্দিন। ধারা ভাষ্যকার ছিলেন সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, সোহেল রানা ও লোকমান হোসেন সরকার।