শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অনুপম নাট্যগোষ্ঠীর নতুন মিলনায়তন নির্মাণে কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অনুপম নাট্যগোষ্ঠীর নিজস্ব মিলনায়তনটি ভেঙ্গে নতুন স্থানে বড় পরিসরে এবং নান্দনিক পরিবেশে নির্মাণ কাজ শুরু হয়েছে। চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে চাঁদপুর শহরের সকল নাট্যগোষ্ঠী’র নাট্য সংগঠকদের সমন্বয়ে গঠিত নির্মাণ কমিটি এ কাজটি তদারকির দায়িত্বে রয়েছেন। এরা হচ্ছেন : আহ্বায়ক-গোবিন্দ মণ্ডল (সাধারণ সম্পাদক, অনুপম নাট্যগোষ্ঠী), সদস্য সচিব-আজিজুল হাকিম মামুন (কার্যকরী সদস্য, অনুপম নাট্যগোষ্ঠী), সদস্যরা হলেন : শহীদ পাটোয়ারী (সভাপতি-থিয়েটার ফোরাম, চাঁদপুর), তপন সরকার (সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখা), শরীফ চৌধুরী (সাধারণ সম্পাদক-বর্ণচোরা নাট্যগোষ্ঠী, চাঁদপুর), মোঃ জাকারিয়া বতু (যুগ্ম সাধারণ সম্পাদক-অনুপম নাট্যগোষ্ঠী, চাঁদপুর), মিজানুর রহমান বাদল (কার্যকরী সদস্য-অনুপম নাট্যগোষ্ঠী), মাহবুবুর রহমান মানিক (কার্যকরী সদস্য-অনুপম নাট্যগোষ্ঠী), কার্তিক সরকার (সাংগঠনিক সম্পাদক-অনুপম নাট্যগোষ্ঠী), এম আর ইসলাম বাবু (প্রতিষ্ঠাতা সভাপতি-স্বরলিপি নাট্যগোষ্ঠী) ও জুয়েল আহমেদ (সহ-সাংগঠনিক সম্পাদক-অনুপম নাট্যগোষ্ঠী), চাঁদপুর।

উল্লেখ্য, পুরানো মিলনায়তনের জায়গাটি যেহেতু চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও নিতাইগঞ্জের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মাঝির নির্মাণাধীন বাসার পেছনে এবং অল্প জায়গায় অবস্থিত, সেহেতু তিনি স্বপ্রণোদিতভাবে পুরাণবাজারের শিল্প-সংস্কৃতি বেগবান করার লক্ষ্যে তার পুরানো বাসার ৬ শতাংশ জায়গাসহ স্থাপনা অনুপম নাট্যগোষ্ঠীকে সাবকবালা করে এজবদল করেন। ওই সময় অনুপম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন বেশ ক’জন সদস্য এবং অনুপম নাট্যগোষ্ঠীর কর্মকর্তা ছাড়াও নতুন বাজার এলাকার সকল নাট্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, প্যানেল মেয়র (স্থানীয় কাউন্সিলর) নতুন জায়গায় স্থাপনা করার জন্যে ৫ লক্ষ টাকার চেক নির্মাণ কমিটির হাতে তুলে দেন। ওইদিন প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি উপস্থিত সকলের উপস্থিতিতে ঘোষণা করেন, পুরানো জায়গার চেয়ে এ জায়গাটি অতি মূল্যবান এবং যাতায়াত উপযোগী। সুতরাং নির্মাণ কাজে যদি আরো অর্থ লাগে তিনি তা বহন করবেন। তার মহতী এ উদ্যোগের জন্য চাঁদপুরের নাট্যাঙ্গনের সকল নাট্য সংগঠক তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়