প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলনের পক্ষ থেকে উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম এবং সাধারণ সম্পাদক শামীম হাসানসহ অন্যরা। এ সময় প্রজ্জ্বলনের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সাথে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, নির্বাহী সদস্য পিয়াস চন্দ্র দাস, সদস্য আল-আমীন, সাইবুর রহমান রণি প্রমুখ।