প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরে বিয়ের পাঁচ বছর পর এই প্রথম একসাথে ১ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান প্রসব করেছেন নিপা রাণী সরকার (২৫) নামে এক গৃহবধূ। বুধবার সকালে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। নিপা সরকার চাঁদপুর শহরের ঘোষপাড়ার লিটন সরকারের স্ত্রী।
নিপার জেঠী মা মুক্তা রাণী শীল জানান, সকালে প্রসব ব্যথা শুরু হলে আমরা নিপাকে এই হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের সিনিয়র নার্স নমিতা সরকার ডেলিভারির কাজ সম্পন্ন করেন। মা সুস্থ আছেন। তবে বাচ্চাগুলোকে চিকিৎসকরা পর্যবেক্ষণে ইনকিউবেটরে রেখেছেন।
হাসপাতালের মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী বলেন, নিপা রাণী সরকার সকাল ৮টার দিকে আমাদের হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে আসেন। আসার পর আমরা সব কিছু দেখে এবং পরীক্ষা করে বুঝলাম তার এখনই ডেলিভারি হবে। যে কারণে আমরা ওটিতে নিয়ে যাই। সেখানে পর পর ১ ছেলে ও ৩ মেয়ে সন্তান স্বাভাবিকভাবে জন্ম দেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোবারক হোসেন বলেন, ৩০ সপ্তাহে চারটি বাচ্চার জন্ম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে দুজনের অবস্থা কিছুটা ভালো হলেও বাকি দুজনের অবস্থা একটু খারাপ ছিলো। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মধ্যে ২ জন সন্তান মৃত্যুবরণ করেছে। বাকিদের এখন আমাদের হাসপাতালের ইনকিউবেটরে অক্সিজেন দিয়ে রেখেছি।