শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফকিরবাজারে অবৈধ মেলা বন্ধ করলো প্রশাসন
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে অবৈধভাবে চলা একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকিরবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার উপস্থিত হয়ে স্টল মালিকদের ডেকে মেলা বন্ধের নির্দেশ দেন।

জানা গেছে, হাজীগঞ্জ, রামগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকিরবাজারে গত এক সপ্তাহ পূর্বে স্থানীয় ইউপি সদস্য তুহিন হোসেন ও আল-আমিনের সহযোগিতায় প্রভাবশালী মহল স্থানীয় সমিতি মাঠে ‘অস্থায়ী সস্তা বাজার’ নামে মেলা শুরু করে।

সরেজমিন দেখা যায়, ফকিরবাজারের সমিতি মাঠে ‘অস্থায়ী সস্তা বাজার’ নামে মেলায় প্রায় অর্ধশত দোকানপাট রয়েছে। পুলিশ যাওয়ার পূর্বে মেলার কার্যক্রম চললেও পুলিশ গিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় দোকানিরা দোকানের সামনে পর্দা টানিয়ে মালামাল গোছানোর কাজ শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, মেলার নামে জুয়া, অবৈধ ব্যবসা ও অশ্লীলতা চলে। স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ইউছুফ হোসেন জানান, আয়োজকরা বাজার কমিটিকে কোনো কিছু না জানিয়ে মেলা শুরু করে। এতে বাজারের পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে জানানো হলে বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার মেলা বন্ধ করে দেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মেলা বন্ধ করে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়