প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। গত রোববার ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্ব করেন ও ইউপি সচিব ওয়ালি উল্লাহ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে প্যানেল চেয়ারম্যান-১ পদে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মিন্টু মিয়া নির্বাচিত হন। প্যানেল চেয়ারম্যান-২ পদে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম নির্বাচিত হন এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ হাওয়া বেগম প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন।
এ সময় কড়ইয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী বিল্লাল হোসেন, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের আয়োজন করেন ইউপি সচিব ওয়ালি উল্লাহ। এদিকে কড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে মিন্টু মিয়া ও আবুল হাশেম সদস্যদের ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হওয়ায় রাজনীতি ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন শুভেচ্ছা ও অভিনন্দন জানান।