সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে আমগাছে কিশোরের ঝুলন্ত লাশ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে আম গাছ থেকে সৌরভ হোসেন কাকন (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ সেপ্টেম্বর রোববার উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সুবিদপুর গ্রামের কাজী বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত সৌরভ হোসেন রবিউল পাশর্^বর্তী ভোটাল গ্রামের অলি আহমেদের ছেলে। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, সৌরভ হোসেন কাকন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার সময় সে বাড়ি থেকে বাইরে যায়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি সে। সকালে জানতে পারে পার্শ্ববর্তী গ্রামের কাড়ি বাড়ির পাশে বাগানের আম গাছে ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ ঝুলে আছে।

স্থানীয় গৃহবধূ রুবি আক্তার জানান, আমি সকালে জ্বালানির জন্যে গাছের পুরাতন গাছের ডাল সংগ্রহ করতে যাই। পরে আম গাছের সাথে মানুষের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেই। এরপর আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল জানান, ঘটনাস্থল থেকে সৌরভ হোসেন কাকনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়