সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কড়ৈতলী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী কড়ৈতলী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন-২৩-এর সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মাসুদ খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ মুরাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সময় সীমা থাকলেও দুপুর ১টার মধ্যে ভোট গ্রহণ সমাপ্ত হয়। ১৪৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোট প্রদান করেন।

সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ মাসুদ আলম খান ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বীরা হলেন : মোঃ সেলিম জমাদার ৫৪ ভোট, মোঃ আলমগীর দর্জি ২১ ভোট ও মোঃ লোকমান দর্জি ৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ মুরাদ হোসেন ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন : মোঃ নাছির উদ্দিন ২০ ভোট, মোঃ ওমর ফারুক উজ্জ্বল ১৬ ভোট। নির্বাচিত সভাপতি ও সম্পাদক সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যবসায়ী ও বাজারের উন্নয়নের আশ্বাস দেন। এর আগে সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সকল ভোটার যথা সময়ে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন, প্রিজাইডিং অফিসার, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ, আহ্বায়ক কমিটি, প্রার্থী ও ভোটাররা যথেষ্ট সহযোগিতা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়