প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন যুবদলের আয়োজনে গুপ্টিবাজার যুবদলের অস্থায়ী কার্যালয়ে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফকির, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ পাটওয়ারী, যুবনেতা রুবেল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মজুমদার, সদস্য সচিব বিল্লাল হাজী, ৬নং গুপ্টি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মানিক মেম্বার, সদস্য সচিব মিজান মোল্লা, উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন, এমরান হোসেন বেপারীসহ অন্যরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মনির হোসেন।