প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
শিক্ষার্থীদের স্কুলমুখি করা ও নিয়মিত পাঠদানে অভিভাবকদের তদারকি বাড়াতে এবং শিক্ষার মানোন্নয়নে ফরিদগঞ্জের ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, শিশুদের স্কুলে পাঠানোর মধ্য দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয় না। শিশুটি ঠিকমত স্কুলে আসা যাওয়া করে কিনা, নিয়মিত শিক্ষকদের পাঠদান আয়ত্ব করতে পারে কিনা, পাঠ্যসূচী অনুযায়ী তারা বাড়িতে ও শ্রেণিতে কাজ তথা লেখাপড়া করছে কিনা এসব দেখার দায়িত্ব অভিভাবকদের। ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে অনেক গুণি ব্যক্তি আজ জাতীয় ও স্থানীয় পর্যায়ে আলোকিত মানুষ। তাই অতীতের ভালো ফলাফলগুলো বিশ্লেষণ করে এবং আপনাদের সন্তানদের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন, ইদানিং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই আপনাদের সন্তান যাতে বিপথে না যেতে পারে সেজন্যে আপনারা নিয়মিত স্কুলে আসা-যাওয়া করবেন। শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। কারণ আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদেরকে এখন থেকেই গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মমিন, বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোশারফ হোসেন পাটওয়ারী।